ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভিসা শেষ, অনিশ্চয়তায় সৌদি প্রবাসীরা

কর্মস্থলে ফিরতে টিকিট ও টোকেনের জন্য আজও রাজধানীর কারওরান বাজারে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। আজ মঙ্গলবার সকালে সৌদি প্রবাসীদের একটি অংশ সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করে কিছুক্ষণ সড়ক আটকে রাখেন। এ অবস্থায় অফিসগামী যাত্রীদের বিপাকে পড়তে হয়। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সৌদি প্রবাসীরা বলছেন, তাদের অধিকাংশদের ভিসার মেয়াদই আগামীকাল শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখনো টোকেন না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর যে ঘোষণা দেয়া হয়েছে, সেটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকরের দাবি জানান প্রবাসীরা। এদিকে, মঙ্গলবার ২৩০১ থেকে ২৭০০ টোকেনধারীদের বিমান টিকিট দিচ্ছে সাউদিয়া এয়ারলাইনস।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন