রাজধানীর কারওয়ান বাজার। ঘড়ির কাটায় ভোর চারটা। হোটেল সোনারগাঁয়ে সামনে বড় ধরনের মানুষের জটলা। সবারই লক্ষ্য একটাই, সৌদির এয়ারলাইন্সের টিকেট নামের সোনার হরিণ ধরার। এরকম ভাবেই গত দুই তিন দিন যাবত টিকেট পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে সৌদি প্রবাসীরা।
এইদিকে গত দু’তিন দিন টিকিট নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটলেও, বৃহস্পতিবার সেই অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে। আজ থেকে ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডেকেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ কার্যালয়।
টিকিট দেয়া প্রসঙ্গে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ৫০০ পর্যন্ত টোকেনধারীদের ডাকা হয়েছে। ৫০০ পর্যন্ত দেওয়ার পর সময় থাকলে পরবর্তী টোকেনধারীদের টিকিট দেওয়া হবে। আর সম্ভব না হলে আগামীকাল শুক্রবার বাকিদের টিকিট ইস্যু করা হবে।
এর আগে বাংলাদেশ সরকারের অনুরোধে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের আকামার মেয়াদ বাড়ায় দেশটির সরকার। ২২ সেপ্টেম্বর থেকে এর মেয়াদ আরো ২৪ দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানো হয়।
আনন্দবাজার/শহক