বাংলাদেশসহ বিশ্বের ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এসব দেশে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এ নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দেশটির ইমিগ্রেশন বিভাগ এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে।
ছবিঃ ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তালিকায় থাকা দেশগুলো
ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, স্পেন, আর্জেন্টিনা, চিলি এবং ইরান। এছাড়া তালিকায় আরও রয়েছে সৌদিয়া আরব, পাকিস্তান, ফ্রান্স, তুরস্ক, ইতালি, জার্মানি, ইরাক, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।
ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তালিকায় থাকা দেশগুলো মালয়েশিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে এইসব দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দেশটির সরকার।
আনন্দবাজার/শহক