ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশিরা বৈধকরণের সুযোগ থেকে বঞ্চিত ইতালিতে

ইতালিতে বৈধকরণের সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা। জানা গেছে, দেশটির সরকার অবৈধ অভিবাসীদের শর্তসাপেক্ষে বৈধকরণের ঘোষণা দিলেও বঞ্চিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।

ফলে এর বিরুদ্ধে সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। সমাবেশে কোন রকম রকম শর্ত ছাড়াই প্রবাসীদের বৈধকরণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন তারা। সেই সাথে সরকার থেকে সকল শর্ত মেনে না নিলে আন্দোলন অব্যাহত রাখবেন বলেও জানিয়েছেন প্রবাসীরা।

রোম থেকে আমির হোসেন বলেন, কাজের স্বল্পতা এবং সরকার থেকে নানা শর্ত জুড়ে দেয়ায় কাগজপত্র জমা দিতে পারছেন না প্রবাসীরা। সেই সাথে বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকায় পাসপোর্ট নিয়েও নানা রকম জটিলতা রয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী বাচ্চু, মাহতাব হোসেন, লোকমান হোসেন, হাসান ইকবাল, আলমগীর হোসেন, সাদাত হোসেন রনি, আবুল কালাম সায়মনসহ স্থানীয় কিছু নেতৃবৃন্দ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন