প্রানঘাতী করোনা ভাইরাস মহামারির সময়ে দেশে ফেরত আসা অভিবাসী কর্মীদের ৮৭ শতাংশেরই বর্তমানে কোনো আয়ের উৎস নেই।
৩৩ শতাংশ বলছে, নিজের সঞ্চয় দিয়ে তিন মাস বা তার বেশি সময় চলতে পারবেন তারা। বাকি ৫২ শতাংশ বলছে, তাদের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির ‘বিদেশফেরত অভিবাসী কর্মীদের জীবন ও জীবিকার ওপর করোনা ভাইরাসের মহামারির প্রভাব’ শীর্ষক জরিপে এসব তথ্য উঠে এসেছে।
বিশ্বব্যাপী করোনা সংক্রমণ শুরুর পর দেশে ফিরে এসেছেন এমন ৫৫৮ প্রবাসী কর্মীর সাথে কথা বলে জরিপটি পরিচালনা করা হয়। তাদের মধ্যে মার্চেই ফিরেছে ৮৬ শতাংশ।
আনন্দবাজার/এস.কে