ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ প্রবাসীদের বৈধতা দিয়েছে ইতালি

ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আইনটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তবে কৃষিকাজ, বাসা বাড়ি ও প্রবীণদের দেখাশোনার কাজ ছাড়া অন্যদের বৈধতার সুযোগ রাখা হয়নি এই গেজেটে।

দেশটিতে থাকা অনেক  প্রবাসীর বৈধতার সুযোগ মিলেও আবার অনেকের ভাগ্যও অনিশ্চিত হয়ে পড়ছে।

গেজেটে বলা হয়েছে, চলতি বছরের ৮ মার্চের আগে থেকে ইতালিতে যারা কাজ করতেন কেবলমাত্র তাদের মালিক আবেদন করার সুযোগ পাবে। আগামী পহেলা জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ রাখা হয়েছে।

দেশটির কৃষি মন্ত্রী বলেছেন, অবৈধদের মধ্যে দুই লাখ অভিবাসীকে বৈধতার সুযোগ দেয়া যাবে, যারা সত্যিকার অর্থেই কৃষিকাজ এবং বাসাবাড়ি ও প্রবীণদের দেখাশোনার কাজে জড়িত ছিল।

গেজেট প্রকাশের পরপরই ইতালির নাপোলি নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে অভিবাসীদের একটি সংগঠন।  দালালের খপ্পরে পড়ে অনেকেই এখনো অবৈধ রয়ে গেছে বলে তাদের অভিযোগ।

এদিকে দেশটিতে বর্তমানে প্রায় ২০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে।

জানা যায়, ইতালিতে প্রায় ছয় লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তার মধ্যে প্রায় ২০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছে। তবে দেশটিতে দুই লাখ অভিবাসীকে বৈধতা দেয়া হলেও বাকি চার লাখ অভিবাসীরর ভাগ্য অনিশ্চিত থেকে যাবে।

আনন্দবাজার/রনি

সংবাদটি শেয়ার করুন