শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রকোপে রাশিয়ায় অর্থনৈতিক সংকটে আছেন বাংলাদেশিরা

করোনাভাইরাসের প্রকোপে রাশিয়াতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। লকডাউনের কারণে কাজ হারিয়ে রুশ সরকারের কোনো ধরনের সহায়তাই পাচ্ছেন না তারা। সাহায্যের ব্যাপারে বাংলাদেশ দূতাবাস থেকে আশ্বাস দেয়া হয়েছে, এছাড়া করা হচ্ছে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থাও।

করোনা সংক্রমণের দিক দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছেন রাশিয়ানরা। গেল কয়েকদিনে গড়ে আক্রান্তের সংখ্যা ১০ হাজার। প্রতিদিনের গড় মৃত্যুও শতাধিক।

এ অবস্থায় মারাত্বক উদ্বেগে দিন পার করছেন দেশটিতে অবস্থান করা বাংলাদেশি শিক্ষার্থীরা। কর্মহীন হয়ে পড়ায় অধিকাংশই পড়েছেন তীব্র অর্থ সংকটে। সরকারিভাবে কোনো সহায়তা দেয়া হচ্ছে না। সেমিস্টার ফি আগের মতোই বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেকারণে বিপাকে পড়েছেন সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীরা।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  রোমে রেমিটেন্স পুরস্কার পেলো ৬ জন

সংবাদটি শেয়ার করুন