সৌদি আরবে আজ আরও এক বাংলাদেশি মারা গেলেন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। ৩১ মার্চ সকালে মদিনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মৃত মোহাম্মদ হাছানের ছোট ছেলে হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি মদিনা শহরের তাইবা মার্কেটে চাকরি করতেন। করোনা ভাইরাস রোধে দেশটির সরকার কারফিউ জারী ও ব্যবসা বাণিজ্যসহ সবকিছু বন্ধ ঘোষণা করার পর তিনি মদিনা থেকে দূরে ক্ষেতের খামারে তার এক বন্ধুর কাছে বেড়াতে যান।
সেখানকার ওই হাসপাতালে সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন। ভর্তির তিনদিন পর করোনা ভাইরাস শনাক্ত হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এর আগে, সৌদি আরবের মদিনা শরীফে এক বাংলাদেশি মারা যান। ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে মারা যান।
আনন্দবাজার/এস.কে