ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওমানে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসীর মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ওমানের সালালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন ওমানপ্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ এবং মেয়ের জামাই মুহাম্মদ দিদার।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সাকিব ও তার ভগ্নিপতি দিদার পরিবারের সদস্যদের নিয়ে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে একটি মাজার জেয়ারত শেষে ফেরার পথে ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির গাড়িটির সঙ্গে হঠাৎ একটি উটের সংঘর্ষ হয়, এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মুহাম্মদ দিদার ও সাকিবুল হাসান। গুরুতর আহত অবস্থায় বিলকিস বেগমকে হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়। আহত অপর নারী বর্তমানে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সুন্দরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসে একই পরিবারের একাধিক সদস্যের এমন মৃত্যু এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন