আবর্জনার স্তূপ থেকে শিশুকে উদ্ধার করায় দুই বাংলাদেশিকে পুরস্কৃত করেছে সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিক কর্তৃপক্ষ। গত ২৩ জানুয়ারি মহৎ কাজের স্বীকৃতি হিসেবে তাদেরকে সনদ ও ৫০০ ডলার মূল্যমানের ফেয়ার প্রাইস ভাউচার দেয়া হয়।
এই মাসের শুরুর দিকে বেদক নর্থ এলাকায় আবর্জনার স্তূপে ফেলে দেয়া একটি শিশুকে উদ্ধার করেন বাংলাদেশি শামীম পাটওয়ারী (২৪) এবং মোস্তফা কামাল (৩৭)। তারা ওই এলাকায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন।
পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের অভিবাসী শ্রমিক কেন্দ্রের (এমডব্লিউসি) চেয়ারম্যান ইয়ো গৌট কোয়াং। এবারই প্রথমবারের মতো কোনো বিদেশী শ্রমিককে প্রশংসাসূচক এই পুরস্কার দিয়েছে সংস্থাটি।
এমডব্লিউসির চেয়ারম্যান ইয়ো গৌট বলেন, এমন কাজকে অবশ্যই স্বীকৃতি দেয়া উচিত। তাতে অন্যরাও অনুপ্রাণিত হবেন। এভাবে পুরস্কৃত করার উদ্যোগ এটিই প্রথম। তবে, আমরা আশা করি ভবিষ্যতে এটি চালু থাকবে। গৃহপরিচারকদের জন্যও আমরা এ ধরনের স্বীকৃতির ব্যবস্থা করবো।
পুরস্কৃত দুই বাংলাদেশি জানান, তারা এ কাজের বিনিময়ে কিছুই আশা করেননি। এমনকি বাংলাদেশে তাদের পরিবারও এ ঘটনার ব্যাপারে কিছুই জানে না। তবে এ পুরস্কার পেয়ে তারা খুব সম্মানিত বোধ করছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস