মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেলজিয়ামে বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্ট্যাম্প অবমুক্ত

বেলজিয়ামে বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্ট্যাম্প অবমুক্ত

বাংলাদেশ ও বেলজিয়ামের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত স্ট্যাম্প অবমুক্ত করা হয়েছে।

বেলজিয়ামে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলজিয়ান পোস্টাল সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর মধ্যে বেলজিয়াম প্রথম দিকের দেশ যারা ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আমাদের স্বীকৃতি দেয়। গত ৫০ বছর ধরে বেলজিয়াম বাংলাদেশকে যে সহায়তা দিয়ে আসছে সেজন্য দেশটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

উক্ত অনুষ্ঠানে বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্যাসিফিক ডিভিশনের ডিরেক্টর জাঁ করনে ডি’এলজিউস দূতাবাসের উদ্যোগের প্রশংসা করে বলেন, স্ট্যাম্প অবমুক্ত হওয়ার কারণে দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ আরও বৃদ্ধি পাবে। পোস্ট স্ট্যাম্পটি প্রিন্ট এবং বিক্রি করবে বেলজিয়াম। যেকোনও বেলজিয়ান বা বিদেশি নাগরিক এটি ব্যবহার করতে পারবেন।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ডলারের ওপর রেমিট্যান্সের ‘ঘা’

সংবাদটি শেয়ার করুন