মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ব্রিটিশ বাংলাদেশি

পাসপোর্ট আবেদনে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না

পাসপোর্ট আবেদনে দ্বৈত নাগরিকত্ব সনদ লাগবে না

ব্রিটিশ বাংলাদেশিদের পাসপোর্ট আবেদনে এখন থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন নেই। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে (১৮ ডিসেম্বর) বলা হয়েছে, এখন থেকে যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি নাগরিকসহ দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম পর্যন্ত বাংলাদেশি নাগরিকত্ব বহাল থাকবে। ফলে তাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন নেই। এ প্রেক্ষাপটে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা শুধু জন্ম নিবন্ধন সনদ এবং মা-বাবার পাসপোর্টের ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর কর্তৃক ব্রিটিশ-বাংলাদেশি দ্বৈত নাগরিকদের সন্তানদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ প্রদান বাধ্যতামূলক ছিল। কিন্তু এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রিতার কারণে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ হাই কমিশন লন্ডন সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠায় এবং যোগাযোগ অব্যাহত রাখে। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৮ ডিসেম্বর উল্লিখিত স্মারক ইস্যু করে।

আনন্দবাজার/কআ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভুয়া ভিসার আবেদনে সতর্কতার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সংবাদটি শেয়ার করুন