দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন স্মরণে ‘শেখ রাসেল দিবস’ পালন করা হয়েছে। এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রবাসী বাংলাদেশীগণ তাদের শিশু-কিশোরদেরসহ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ রাসেলসহ জাতির পিতা ও তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যবৃন্দের আত্মার শান্তি কামনা করে এবং দেশ ও জাতির শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর দূতাবাসের কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। অনুষ্ঠানে শেখ রাসেলের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবংআলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দূতাবাস এ দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনের আয়োজন করে। এতে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শিশু-কিশোররা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উৎফুল্ল শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন।
আনন্দবাজার/কআ