আরও একটি বছর শেষ, শুরু হলো নতুন বছর। ২০১৯ সালকে বিদায় জানাতে এবং ২০২০ সালকে আমন্ত্রণ করতে সারা বিশ্ব মেতেছিল আনন্দ উৎসবে।
পুরোনো বছর পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে, ফিনল্যান্ডবাসী রাতের আকাশে আলোর খেলায় মেতে ওঠে। সবার মনে একটাই আশা, নতুন বছর সবার জন্য হোক মঙ্গল ও শান্তির।
নতুন বছরকে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে বরণ করা হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির কানসালাইস তরীতে। ঠিক রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির বর্ণিল ছটা। আনন্দমুখর পরিবেশে উৎসবে মাতে প্রায় ৮০ হাজার মানুষ। আতশবাজি, ঢাক-ঢোল আর হই-হুল্লোড় করে ফিনল্যান্ডবাসীর সঙ্গে নববর্ষকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও।
রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই প্রবাসী বাংলাদেশিরা উৎসবে মেতে ওঠে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে। এই উৎসবে প্রবাসের আমোদপ্রিয় বাংলাদেশিরা তাদের দীর্ঘকালের সংস্কৃতি তুলে ধরেছেন।
বিভিন্ন খাবারের আয়োজনে রেস্টুরেন্টগুলোও ছিল জমজমাট। নববর্ষে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ফিনল্যান্ডের পুলিশ প্রশাসন ছিল তৎপর।
পুরো ফিনল্যান্ডের জুড়ে বিভিন্ন শহরে আলোকসজ্জা ছিল চোখ ধানানো। নতুন সাঁঁঝে সাজানো হয় সেখানকার অভিজাত পার্টি সেন্টার, হোটেল ও ক্লাবগুলো।
আনন্দবাজার/এস.কে