ঢাকা | মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রেমিট্যান্সের গতি ফেস্টিভ্যাল

রেমিট্যান্সের গতি ফেস্টিভ্যাল

আমিরাতে হবে তিন দিনের ‘প্রবাসী উৎসব’

  • আয়োজন করছে আইডিয়া গ্যালারি

বৈধপথে বাড়লে রেমিট্যান্স, সমৃদ্ধ হবে বাংলাদেশ! দেশের বৈদেশিক আয় তথা রেমিট্যান্সকে আরো গতিশীল করা, প্রবাসীদের মাঝে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজায় ‘প্রবাসী উৎসব’ নামে তিন দিনের রেমিট্যান্স ফেস্টিভ্যাল এর আয়োজন করবে আইডিয়া গ্যালারি। পঞ্চমবারের মতো আয়োজিত হওয়া ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শারজাহ এক্সপো সেন্টারে প্রবাসীদের জন্য উন্মুক্ত তিনদিনের এই উৎসব চলবে আগামী ১৪-১৬ অক্টোবর। এতে উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

আয়োজকরা জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের সিংহভাগ আসে প্রবাসী আয় থেকে। রেমিট্যান্স প্রদাহকে আরো তরান্বিত করতে ও প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ নানামুখী উদ্যোগ নিয়ে আমিরাতে পঞ্চম বারের মতো ‘প্রবাসী উৎসব’ নামে তিন দিনের রেমিট্যান্স ফেস্টিভ্যাল এর আয়োজনের মূখ্য বিষয়। তিন দিনের মেলায় সরকারের মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যানসহ বাংলাদেশ ব্যাংকের অন্তত ২০ জন উচ্চপদস্থ কর্মকর্তা যোগ দেবেন।

শারজাহতে আয়োজিত হতে যাওয়া তিনদিনের এ মেলায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রবেশাধিকার উন্মুক্ত রাখার পাশাপাশি ইতোমধ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও আয়োজনকে সার্থক ও এর আকর্ষণ বাড়াতে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব যোগ করা হয়েছে। এতে দেশিয় ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করবেন দেশটিতে অবস্থানরত বাংলাদেশ মহিলা সমিতি। এছাড়াও ফ্যাশন শো’তে শাড়িসহ দেশিয় পোশাকের প্রদর্শন করা হবে।

মেলার দ্বিতীয় দিন প্রবাসী নারী বাংলাদেশিদের সন্মান জানাতে বিশেষভাবে আয়োজন করা হবে। মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী আয়ের উল্লেখযোগ্য একটি অংশ রেমিট্যান্স আসে নারীকর্মীদের মাধ্যমে, বর্তমানে তারা ব্যবসাসহ বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োজিত আছেন। আমিরাতে অবস্থানরত নারীদের চার ক্যাটাগরিতে পেশাজীবি, শিক্ষা, ব্যবসা বা উদ্যোক্তা ও সাধারণ প্রত্যেক ক্যাটাগরিতে একজন করে সম্মাননা দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ মহিলা সমিতি।

মেলার অন্যতম আয়োজক জর্জ খান জানান, মেলায় বৈধ পথে রেমিট্যান্স দেশকে কীভাবে লাভবান করছে এ বিষয়ের ওপর প্রচারণামূলক কার্যক্রম রাখা হচ্ছে। রেমিট্যান্স বাড়াতে কী ধরনের চ্যালেঞ্জ এর মোকাবিলা করতে হবে, প্রবাসী আয় বাড়াতে ও সেই সমস্যা জানতে এবং তার সামাধানের ব্যাপারে আলাদা আলোচনা হবে।

জর্জ খান বলেন, ‘২০১৩ সাল থেকে হয়ে আসা এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অংশ গ্রহন করে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, কমিউনিটি এসোসিয়েশন। মেলার বিগত চারটি আসরে সিআইপি ও সেরা রেমিটার হিসেবে প্রবাসীরা সম্মাননা পান। এবার সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক, আমিরাতের সাতটি প্রদেশে থাকা এক্সচেঞ্জ হাউসের মধ্যে সেরা ব্রাঞ্চ ও এক্সচেঞ্জ হাউসকে সম্মাননার তালিকায় নিয়ে আসা হচ্ছে।

জর্জ খান বলেন, ‘সরকারের ২.৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনার পাশাপাশি আমরা একটি নতুন লয়ালিটি প্রোগ্রাম চালুর ব্যাপারে কাজ শুরু করেছি। শিগগির এটি প্রবাসীদের হাতে পৌঁছে দিতে চাই। প্রবাসীরা অ্যাপ বা কার্ড ব্যবহারের মাধ্যমে নির্ধারিত এক্সেচেঞ্জ হাউস থেকে টাকা পাঠালে পয়েন্ট যোগ হবে। পরবর্তীতে ওই পয়েন্ট দ্বারা তাঁরা সুবিধা নিতে পারবেন।’

মেলার অন্যতম আয়োজক সদস্য মামুনুর রশীদ জানান, মেলা চলাকালীন রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের কুয়াকাটায় পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার জেতার সুযোগ দিচ্ছে মেলার রেমিট্যান্স পার্টনার আল ফারদান এক্সচেঞ্জ। এজন্য মেলা চলার সময় তাদের পাঠানো রেমিট্যান্স রসিদ নিয়ে আসতে হবে। ড্রয়ের মাধ্যমে বিজয়ীকে গোল্ড সেন্ডস হোটেল অ্যান্ড রিসোর্টের সৌজন্যে ওই পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার দেওয়া হবে। এ ছাড়া মেলা চলাকালীন যে কেউ সহজে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন