ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শরীফের মরদেহের অপেক্ষায় পরিবার 

শরীফের মরদেহের অপেক্ষায় পরিবার 

জাতিসংঘের বিশ্ব শান্তিরক্ষা মিশনের মাধ্যমে আফ্রিকায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সহকর্মীর সঙ্গে প্রাণ হারিয়েছেন সিরাজগঞ্জের সৈনিক মো. শরীফ হোসেন (২৬)। টহলরত গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় অকালে প্রাণ হারাণ তিনি। মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তার মৃত্যুর সংবাদ পেয়ে শোকাহত হন পরিবারসহ এলাকাবাসী। এখন তারা শরীফের লাশের অপেক্ষায় রয়েছেন। নিহত মো. শরীফ হোসেন জেলার বেলকুচি উপজেলা সদরের বেড়াখাড়ুয়া গ্রামের মো. লেবু তালুকদারের পুত্র।

শরীফের ছোট ভাই কাউসার হোসেন বলেন, বেলকুচির আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন শরীফ। গত বছর ডিসেম্বর মাসে মিশনে যাওয়ার আগে ভাই বিয়েও করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ফোন করে ‘মামুন হক’ পরিচয় দিয়ে তার সহকর্মী আমাদের বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় টহলরত গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় শরীফ গুরতর আহত হয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। এর আধাঘণ্টা পর আবারও ফোন করে জানালেন, শরীফ ভাই আর দুনিয়াতে নেই। এরপর আমরা বাড়ির কেউই আর কান্না থামাতে পারছি না। বাবা-মা ও ভাবিসহ বাড়ির সবাই এখন প্রহর গুনছি কখন তার লাশ আসবে।

সংবাদটি শেয়ার করুন