পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন অত্যন্ত সাড়ম্বর এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘বাংলাদেশ উৎসব” আয়োজন করেছে। এর মাধ্যমে ‘বাংলা নববর্ষ ১৪২৯’, ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ এবং ‘ঈদ পুনর্মিলনী’ উদযাপন করা হয়।
গত রবিবার (১৫ মে) হাইকমিশনে এ উৎসবের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উৎসব উপলক্ষে সমগ্র দূতালয় রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, বেলুন, ফুল এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি লোকপণ্য দিয়ে সাজানো হয়। আমন্ত্রিত অতিথিদের সম্ভাষণ, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হরেক রকম সুস্বাদু বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন ছিল এই উৎসবের মূল আকর্ষণ।
উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, সুধীসমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক অতিথি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার রুহুল আলম সিদ্দিকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার জানান, পহেলা বৈশাখ বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন। এদিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি জেগে ওঠে নবপ্রাণে নব অঙ্গীকারে।
আনন্দবাজার/টি এস পি