স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজ বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্পেনের সুসম্পর্ক দীর্ঘ দিনের, বর্তমানে সেই সুসম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। সম্প্রতি মাদ্রিদে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্প্যানিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
সেখানে এসব কথা বলেন, উত্তর আমেরিক, পূর্ব ইউরোপ এবং এশিয়া প্যাসিফিকের জন্য নিয়োজিত স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজ।
অনুষ্ঠানে স্প্যানিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আগত অতিথিদের অভ্যর্থনা জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও তাঁর সহধর্মিনী ফরিদা আক্তার।
খাবিয়ের সালিদো ওরটিজ বাংলাদেশের উন্নয়নেরও প্রশংসা করে বৈদেশিক বাজারে গার্মেন্টস পোশাক রফতানিতে বাংলাদেশের অবদানের কথা তুলে ধরেন।
স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ তাঁর স্বাগত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, এ বছর একইসাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করা হচ্ছে, যা আমাদের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক দুর্লভ মুহুর্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনির্বাণ স্মৃতির উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিনম্র শ্রদ্ধা জানান জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা-বোনসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকবৃন্দকে। তিনি কৃতজ্ঞতা জানান সকল বন্ধু রাষ্ট্র, সংগঠন ও ব্যক্তির প্রতি, যারা মুক্তিযুদ্ধে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
আনন্দবাজার/টি এস পি