শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

লোকালয় থেকে দূরে থাকলেও গেঁথে আছেন প্রতিটি ভক্তের হৃদয়ে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এই দিনে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় এই মেয়র। এই দিনটিকে স্মরণ করে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে পুরো পরিবার সহ লন্ডনে যান আনিসুল হক। সেখানে যাওয়ার পরপরই সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হলে ১৩ আগস্ট তাকে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ তিন মাস সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০১৭ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য আনিসুল হক ২০১৫ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে আসন গ্রহণের পর থেকেই রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও ‘স্মার্ট’ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি মোতাবেক বেশ কিছু উদ্যোগ নিয়ে বেশ আলোচিত ও প্রশংসিত হন তিনি।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চুলের খুসকি দূর করতে নিম পাতার উপকারিতা

সংবাদটি শেয়ার করুন