ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় অনলাইনে অর্ডার করা খাবার কতটা নিরাপদ?

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সবসময়ই সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে আসবে।  তবে এখন অনেকেই সংশয়ে আছেন যে অনলাইনে খাবারসহ অন্যান্য জিনিসপত্র অর্ডার করলে করনাভাইরাস ছড়াবে কিনা।

তবে এই ব্যাপারে বিশেষজ্ঞরা বলেন, এখনও পর্যন্ত অনলাইনে অর্ডার করা খাবারের মাধ্যমে করোনারভাইরাস সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কারণ রান্না করলে এই ভাইরাস বেঁচে থাকে না, তাই অনলাইনে অর্ডার করা খাবার খেতে বাঁধা নেই। কিন্তু ফুড প্যাকেজিংয়ের সংস্পর্শের কারণে সংক্রামিত হওয়ার সম্ভাবনা কম থাকলেও সম্ভাবনা আছে। তাই অনলাইন খাবার অর্ডার করলে কিছু বিষয়ে সতর্ক থাকতে পারেন। যেমন-

১.  ফুড ডেলিভারি দেওয়া ব্যক্তিকে খাবার দরজার বাইরে রাখার কথা বলুন।

২. ডেলিভারি দেওয়া ব্যক্তি থেকে নিরাপদ দূরত্ব রেখে কথা বলুন।

৩. খাবারের জন্য আনা ব্যাগটি ঘরের বাইরেই রেখে দিন। খাবারের প্যাকেটটি ভিতরে আনার আগে অবশ্যই ব্যাগটি ডাস্টবিনে ফেলে দিন এবং খাবারটি একটি পরিষ্কার পাত্রে রাখুন।

৪. খাবার খাওয়ার আগে অবশ্যই খাবার ভালো করে গরম করুন। হাতের পরিবর্তে খাওয়ার জন্য চামচ ব্যবহার করা উচিত।

৫. সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলুন। এমনকি প্যাকেটে হাত দেওয়ার পরেও হাত পরিষ্কার করে ফেলুন।

৬. অনলাইনে পেমেন্ট করুন এবং ক্যাশ অন ডেলিভারি পদ্ধতি থেকে বিরত থাকার চেষ্টা করুন। আপনি যদি নগদ টাকা পেমেন্ট করেন তাহলে একবারে পুরো টাকা দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনাকে ডেলিভারি ম্যানের কাছ থেকে কোনও চেঞ্জ নিতে না হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন