মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

এসির বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে করোনা

চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে প্রতিনিয়ত জানা যাচ্ছে নানা চাঞ্চল্যকর তথ্য। এবার জানা গেছে, এয়ারকন্ডিশনের (এসি) এয়ার ডাক্টের ভেতরে বাসা বাঁধতে পারে করোনাভাইরাস। এতে করে এসির বায়ু চলাচলের সঙ্গে সঙ্গে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন কক্ষে।

গবেষণায় বলা হয়েছে, শুধু করোনা আক্রান্তদের স্পর্শ করলে বা তাদের হাঁচি-কাশি, মুখের লালা থেকে নয়, প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে এসির মধ্য দিয়ে প্রবাহিত বাতাসের সঙ্গেও।

সাধারণ এসির ফিল্টারেও করোনাভাইরাস আটকায় না। ফলে কোনো সেন্ট্রাল এসির আওতায় একজন করোনা রোগী থাকলে তা বাতাসের মাধ্যমে অন্যান্য অংশের মানুষের মাঝেও ছড়িয়ে দিতে পারে।

সম্প্রতি সিঙ্গাপুরে করোনা আক্রান্ত তিন রোগীর ব্যবহৃত কক্ষ পরীক্ষায় এক রোগীর রুমের এয়ার ডাক্ট-এ করোনাভাইরাসের নমুনা পান ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিজেসের বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির অধ্যাপক জেমস জি ডয়ার বলেন, সাধারণত পাঁচ হাজার ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্র কণাগুলো আটকায় না এসব এসিতে, ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ‘বেশিরভাগ বাণিজ্যিক ছবিই মেধা শূন্য’

সংবাদটি শেয়ার করুন