ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউ ইয়ার পার্টিতে নিজেকে উপস্থাপন করুন সবচেয়ে আলাদাভাবে

নিউ ইয়ার পার্টিতে সবাই নিজেকে সবচেয়ে  আকষর্ণীয় আর সুন্দর ভাবে উপস্থাপন করতে চায়।

শরীরে যেন ঠাণ্ডা না লাগে এই কথা মাথায় রেখেই  শীতের ফ্যাশন করতে হয় । এই শীতে কোন ধরনের পোশাক পরবেন তাই নিয়ে চিন্তিত? যদি আপনি ওয়ের্স্টান পোশাক পছন্দ করেন তাহলে ওয়েস্টেড স্কারলেট রেড প্যান্টস্যুট বেছে নিতে পারেন নিজের জন্য। লাল, কালো, ওয়াইন, গাঢ় মেরুন, বটনগ্রিন যেকোনো উজ্জ্বল রঙের পোশাক পড়াটাই শ্রেয়।

জর্জেট ও মসলিন শাড়ি বাদে যেকোন শারী পরতে পারেন  এই ঠাণ্ডায়। রাতের  এই আলোকিত অনুষ্ঠান লাল-কালো শাড়ি হতে পারে বেশি উপযোগী। শাড়ির সঙ্গে ব্লাউজটা নিন ভারী কাজের, শীত কম লাগবে।

সব সময় একই ভাবে সাজলে কি আর মানায়? এবার একটু আলাদা কিছু কলে দেখুন। ঠোটে লাল লিপস্টিক ও চোখে উজ্জ্বল রঙের আইশ্যাডো পরুন, মাসকারা লাগান। যাদের কার্ল চুল ভাল লাগে তারা চুল কার্ল করে নিতে পারেন। তার সঙ্গে পরুন হালকা ফ্যাশনেবল গহনা।

এবার আপনি প্রস্তুত  ২০২০-কে আমন্ত্রণ জানাতে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন