ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রাইপ্যান ভালো রাখার উপায়

অনেকেই ননস্টিক ফ্রাইপ্যান রান্না করে থাকেন। তবে সঠিক যত্নের অভাবে অল্প সময়েই এই পাত্র নষ্ট হয়ে যেতে পারে। তাই জেনে নিন ননস্টিক ফ্রাইপ্যান ভালো রাখার উপায়-

  • ননস্টিক পাত্রে রান্নার সময় কখনো স্টিল অথবা লোহার চামচ ব্যবহার করবেন না। এতে পাত্রের ননস্টিকিভাব নষ্ট হয়ে যায়। তাই কাঠের চামচ, সিলিকন হিটপ্রুফ চামচ বা স্প্যাচুলা ব্যবহার করুন।
  • এ ধরনের প্যানে কখনো অ্যাসিডিক খাবার যেমন- লেবু দেওয়া খাবার বা টমেটো রান্না করবেন না। এতে পাত্রের ননস্টিকিভাব নষ্ট হয়ে যাবে।
  • ননস্টিক পাত্র পরিষ্কার করার জন্য ক্ষারযুক্ত সাবান, বালু, ছাই ইত্যাদি দিয়ে পরিষ্কার না করে তরল সাবান ব্যবহার করুন।
  • অল্প পানির সাথে সিরকা মিশিয়ে চুলার মৃদু আঁচে কয়েক মিনিট রেখে দিন। তারপর নাড়লেই দাগ উঠে যাবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন