বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চালের বাজার সহনশীল রাখতে কন্ট্রোল রুম, কমিটি

দিন যতই যাচ্ছে চালের বাজার ততই অসহনীয় হয়ে উঠছে। সম্প্রতি চালের বাজার স্থিতিশীল রাখতে একটি কন্ট্রোল রুম ও তিনটি কমিটি গঠন করেছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধান অনুসারে কমিটিগুলো রাজধানীর বড় বড় পাইকারি বাজার মনিটরিং করবে।

খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী জানান, চালের বাজারদর বেড়ে যাওয়ায় খাদ্য মন্ত্রণালয় চাল ব্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপগুলো অব্যাহত রাখতে বাজারের জন্য তিনটি মনিটরিং কমিটি ও একটি কন্ট্রোল রুমও গঠন করা হয়েছে। যেখানে সাধারণ মানুষ তাদের অভিযোগ কন্ট্রোল রুমে ফোন করে সরাসরি জানাতে পারবেন।

তদারকির জন্য খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান, খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক উৎপল কুমার সাহা ও সংগ্রহ বিভাগের উপ-পরিচালক সাইফুল কবির খানকে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট কমিটি গঠন করা হয়েছে।

কারওয়ান বাজার তদারকির জন্য খাদ্য অধিদফতরের প্রশাসন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফারুক হোসেন, খাদ্য অধিদফতরের উপ-পরিচালক (সাইলো) মো. নাজিম উদ্দীন ও খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব নুরুল ইসলাম শেখকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।

 এছাড়া বাবুবাজার তদারকির দায়িত্বে থাকবে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শেখ নুরুল আলম, খাদ্য অধিদফতরের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আমজাদ হোসেন এবং উপ-পরিচালক (উন্নয়ন) মু. রকিবুল হাসানের সমন্বয়ে গঠিত কমিটি।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. নুরুল ইসলাম শেখকে বাজারদর কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারের সার্বিক দিক বিবেচনা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বাজার নিয়ে কোনো তথ্য কিংবা যেকোনো ধরনের মতামত বা অভিযোগ থাকলে তা কন্ট্রোল রুমের ০২৯৫৪০০২৭ (ফোন) এবং ০১৬৪২৯৬৭৭২৭ মোবাইল নম্বরে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  তৈরি পোশাক রফতানি কমেছে ২৭%

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন