ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মহানগর আওয়ামী লীগ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সম্মেলন উদ্বোধন ঘোষণা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপরপরই আওয়ামী লীগের দলীয় পতাকা ও দলীয় সঙ্গীত গাওয়া হয়।

সম্মেলনের সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের আগমনে স্বরাগম হয়ে ওঠে সম্মেলনস্থল। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা জানিয়েছেন এবারের সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ দুই শাখার নেতৃত্বে বড় ধরণের পরিবর্তন আসবে।

এছাড়া মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫ থানা ও ১০০ ওয়ার্ড ও ইউনিয়নগুলোর কমিটি গঠিত হয়েছে। প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন কাউন্সিলর। ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে জমা দিতে হবে থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। সভাপতি ও সাধারন সম্পাদক তাদের মধ্যে থেকে সমন্বয় করে নির্বাচন করবে কে হবে কাউন্সিল আর কে হবে ডেলিগেট।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন