ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনীতির চাকা সচল রাখার প্রত্যয়

অর্থনীতির চাকা সচল রাখার প্রত্যয়

ক্ষমা করো, ধৈর্য ধরো/ হউক সুন্দরতর/ বিদায়ের ক্ষণ।/ মৃত্যু নয়, ধ্বংস নয়,/ নহে বিচ্ছেদের ভয়—/শুধু সমাপন। রবী ঠাকুরের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে পারি- ছিল দারুণ সফলতা, ছিল ব্যর্থতা, ছিল আনন্দ, ছিল বেদনা- তারপরও কিন্তু মৃত্যু নয়, ধ্বংস নয়, শুধু হয়েছে সমাপন। মহাকালের খাতা থেকে হারিয়ে গেলো আরো একটি বছর।
নানা ঘটনা-অঘটনা, সুখ-দুঃখ, হারানো-প্রাপ্তি, বিসর্জন-অর্জনের মধ্য দিয়েই শেষ হয়েছে ২০২১ সাল। চিরতরে হারিয়ে গেছেন অভিভাবকতুল্যরা। দিন দিন বড় হওয়া অর্থনীতিতে এসেছে বহুমুখী সম্ভাবনা। কূটনীতিতে এসেছে সাফল্য। রাজনীতিতে এসেছে উপলব্ধি। এর মধ্য দিয়েই জীবন চলমান। অন্ধকারের মধ্যে আলোর দেখা।

কূটনীতিতে সাফল্য
টিকা কূটনীতিতে সাফল্য এসেছে। রাশিয়ার টিকা উৎপাদিত হবে বাংলাদেশেই। চীনও পাশে দাঁড়াতে আগ্রহী। বাংলাদেশে টিকা উৎপাদনের প্রস্তাব দিয়েছে ভারতও। কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় কয়েক ধাপে বিপুল সংখ‌্যক অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছে বাংলাদেশ। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সেরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও পরে সাফল্য এসেছে।

রোহিঙ্গা ইস্যুতে উল্লেখযোগ্য কূটনৈতিক সফলতা দেখা গেছে। ভাষানচরে রোহিঙ্গাদের স্থানান্তর আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গ্রহণ করা হয়েছে। যা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপিয় ইউনিয়ন। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে বাংলাদেশের জাতীয় দিবস উদযাপন শুরু করেছে সরকার। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য।

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনোমিকস’ আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করেছে ইউনেস্কো। প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ঢাকায় ভারতের রাষ্ট্রপতি: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনসহ আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিতে তিনদিনের সফরে বিদায়ী বছরের ১৫ ডিসেম্বর ঢাকায় এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটাই ভারতের রাষ্ট্রপতির প্রথম বাংলাদেশ সফর। ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘সম্মানিত অতিথি’ হিসেবে যোগ দেন। এ ছাড়াও স্বাধীনতার ৫০ বছরপূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ঢাকা সফরে আসেন।

প্রথমবার ‘আইওরা’র চেয়ারম্যান: দীর্ঘ ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত মহাসাগরের উপকূলীয় ২৩ দেশের সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
এলডিসি থেকে উত্তরণ ২০২৬: ১৯৭৫ সালেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় স্থান পেয়েছিল। এরপর ২০১৮ সালে এসে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক সুপারিশ পায় বাংলাদেশ। সদ্যবিদায়ী বছরের ২৬ ফেব্রুয়ারি এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। প্রায় নয় মাস পর একই বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ সম্পর্কে সিডিপির সুপারিশ গ্রহণ করে জাতিসংঘ সাধারণ পরিষদ। এর ফলে এলডিসি থেকে বাংলাদেশ পুরোপুরি বের হয়ে যাবে ২০২৬ সালে।

অর্থনীতির হালচাল
মহামারি করোনার ধাক্কা কাটিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনীতির চাকা সচল রাখার প্রত্যাশায় শুরু হয় ২০২১ সাল। তবে করোনার দ্বিতীয় ঢেউ পদে পদে বাধা সৃষ্টি করে। বেসরকারি খাতের ঋণ ছিল গতিহীন। ব্যাংকে জমে টাকার পাহাড়।
খেলাপিঋণ: ২০২০ সাল জুড়ে ঋণের কিস্তির এক টাকা শোধ না করলেও গ্রাহককে খেলাপি করতে পারেনি ব্যাংক। ফলে কাগজে-কলমে কমে যায় খেলাপিঋণ। খাতার হিসাবে ৮৮ হাজার ৭৩৪ কোটি ৬ লাখ টাকার খেলাপিঋণ নিয়ে শুরু হয় ২০২১ সাল।

প্রণোদনা ঋণ নিয়ে লুকোচুরি: করোনাকালে সংকট উত্তরণে সরকার বিভিন্ন খাতে মোটা অঙ্কের প্রণোদনা ঋণ দেয়। ২৩টি প্যাকেজের আওতায় দুই দফায় আড়াই লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঋণনির্ভর প্রণোদনা প্রায় দেড় লাখ কোটি টাকা। মহামারিতে অর্থনৈতিক পুনরুদ্ধারের এ প্যাকেজ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে।

সংকটে রাষ্ট্রায়ত্ত ব্যাংক: লাগামহীন খেলাপি, নানা সংকট ও মূলধন ঘাটতিতে বছর পার করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক দুই লাখ ১৯ হাজার ২৯২ কোটি টাকার ঋণ দিয়েছে। যার ২০ শতাংশ অর্থাৎ ৪৪ হাজার ১৬ কোটি টাকা খেলাপিঋণ।

অস্থির ডলারের বাজার: বছরজুড়েই অস্থির ছিল ডলারের বাজার। বিদায়ী বছরের ২০ ডিসেম্বর ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেনের জন্য প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়ায় ৮৫ টাকা ৮০ পয়সায়। তবে খোলাবাজার ও নগদ মূল্যে ৯০ থেকে ৯২ টাকা দিয়ে কিনতে হয়েছে।

রেমিট্যান্সে ধস: সদ্য বিদায়ী বছরের প্রথম কয়েক মাসে রেমিট্যান্সে ভালো অবস্থায় থাকলেও পরে ভাটা পড়ে। নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৫ কোটি ৩৭ লাখ (১.৫৫ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রবাসী আয়ের এ অঙ্ক বিদায়ী ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

সরকারের ব্যাংকঋণ: ঘাটতি মেটাতে সরকার ব্যাংকঋণে ঝুঁকেছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সাড়ে ১৯ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে।

রিজার্ভ: বিদায়ী বছরের ৩ মে দেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৫ বিলিয়ন ডলার ছাড়ায়। ওইদিন রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে। ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৪৩ বিলিয়ন ডলার।

ই-কমার্স কেলেঙ্কারি: ২০২১ সালে দেশে অন্যতম বিতর্কিত বিষয় ছিল ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা। বিশেষ করে ইভ্যালি, ই-অরেঞ্জ, আদিয়ান মার্ট, কিউ কমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি সামনে চলে আসে। র‌্যাব ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে। পরবর্তীতে ক্রমন্বয়ে ই-অরেঞ্জ, আদিয়ান মার্টের কর্মকর্তাদেরও গ্রেফতার করা হয়। গ্রাহকদের কাছে ইভ্যালির বিভিন্ন ধরনের প্রতারণার প্রমাণ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বাস্থ্যখাত
বিদায়ী বছরের মাঝামাঝিতে করোনা প্রতিরোধে দেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়। ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন চলে আগস্ট ও সেপ্টেম্বরের কয়েকদিনও। দেশব্যাপী এই কার্যক্রম অমান্য করায় তখন শাস্তির মুখেও পড়েন অনেক নাগরিক। ১২ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনাভাইরাস মহামারির নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই রোগীর সন্ধান মিলেছে বাংলাদেশে। তারা বাংলাদেশের নারী ক্রিকেটার। আশার দিক হলো তারা সুস্থ হয়েছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ ও প্রথম মৃত্যু সে বছরের ১৮ মার্চ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে এক ডোজ ভ্যাকসিন দেয়ার মাধ্যমে বিদায়ী বছরের ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। ডিসেম্বরে শুরু হয়েছে বুস্টার ডোজ দেয়া। করোনা প্রতিরোধে টিকাকূটনীতিতে সফলতা দেখিয়েছে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যেই আমরা আমাদের মূল লক্ষ্যের ৩২ ভাগ অতিক্রম করেছি।

খেলাধুলা
বিদায়ী বছরে খেলাধুলা ক্ষেত্রে তেমন সাফল্য আসেনি। ক্রিকেট বাংলাদেশের এক নম্বর খেলা। এদিকে সাফল্য আসছে কালেভদ্রে। হতাশা ও দুঃস্বপ্নের মতো কেটেছে চলতি দশকের প্রথম বছর। যা শুরু হয় ‘কাইল মায়ার্স ঝড়’ দিয়ে। চট্টগ্রামে বাংলাদেশকে অসাধারণ এক ডাবল সেঞ্চুরিতে এলোমেলো করে দেন ওয়েস্ট ইন্ডিজের অভিষেক হওয়া ক্রিকেটার মায়ার্স। শুধু চট্টগ্রাম টেস্ট নয়, ঢাকা টেস্টেও মুমিনুলের দলকে এলোমেলো করে দেয় ওয়েস্ট ইন্ডিজের তরুণ দলটি। অবশ্য সাদা পোশাকে লড়াইয়ের আগে বাংলাদেশ ওয়ানডেতে প্রত্যাশিত জয় পায়।

নিউজিল্যান্ড ৬-০ বাংলাদেশ: ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ মার্চে গিয়েছিল নিউজিল্যান্ডে। কিন্তু ৬ ম্যাচেই বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স। প্রাপ্তি-অপ্রাপ্তিতে শ্রীলঙ্কা সফর। কোয়ারেন্টাইন ও বায়ো-বাবলের জটিলতায় শ্রীলঙ্কার ডাম্বুলায় দুই টেস্ট খেলে বাংলাদেশ। প্রথমটা ড্র করলেও দ্বিতীয়টা হেরে যায়। অবশ্য এ বছর টি-২০তে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় করে বাংলাদেশ। অন্যদিকে আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত টি-২০ ক্রিকেট বিশ্বকাপে আশানুরুপ সাফল্য পায়নি টাইগার বাহিনী।

চলচ্চিত্রে কালো ছায়া
গেল বছর লকডাউনে তারকার পদচারণায় আদালতপাড়া ছিল সরগরম। চিত্রনায়িকা পরীমণি, রাজ, মৌ, পিয়াসা ইস্যু ছিল খবরের অন্যতম জায়গা। পরীমণি ও তার দুই সহযোগীকে মাদকসহ আটক, পরে মামলা দায়ের, একাধিকবার রিমান্ডে নেয়ায় আলোচনা বিতর্কের সৃষ্টি হয়। মুচলেকার বিনিময়ে পরীমণির জামিন মঞ্জুর হয়। প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ মিয়া মাদক ও সিসা সেবনের সরঞ্জামসহ আটক হন। মৌ-পিয়াসা ইয়াবাসহ গ্রেফতার হন। বেশ কয়েকজন অভিনেতা মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, বিদায়ী বছরের ২০ ফেব্রুয়ারি এটিএম শামসুজ্জামান, ১৭ এপ্রিল সারাহ বেগম কবরী, ২৩ জুলাই ফকির আলমগীর, ১১ অক্টোবর ড. ইনামুল হক, ২ মার্চ সংগীতশিল্পী জানে আলম, ৮ মার্চ অভিনেতা শাহীন আলম ও ১৮ এপ্রিল চিত্রনায়ক ওয়াসিম মারা যান।

রাজনীতি
২০২৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে ২০২১ সাল থেকেই দল গোছানোর কাজ শুরু করেছে প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ৭২ বছর বয়সী দলটি টানা ১২ বছর যাবত ক্ষমতায় রয়েছে। অভ্যন্তরীণ কোন্দল, স্থানীয় নির্বাচন ঘিরে বিভেদ এবং দলের বিভিন্ন স্তরে বিশৃঙ্খলার মধ্য দিয়ে বছর শুরু করলেও শেষ দিকে এসে সবকিছু সামলে উঠেছে তারা। চলতি বছর দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে।
২০২১ সাল শুরু হয়েছিল নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার বক্তব্যে। এটি জাতীয় রাজনীতিতে বিশাল প্রভাব ফেলে।

এদিকে দ্বন্দ্বে জড়ান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন। বিভিন্ন বিষয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহিদের সংখ্যা নিয়ে কটূক্তির অভিযোগে পদ হারান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বছরের শেষদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কিছু অডিও-ভিডিও ছড়িয়ে পড়ে। এতে বিব্রতকর অবস্থায় পড়ে আওয়ামী লীগ ও সরকার। ডা. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপরই পদত্যাগ করেন ডা. মুরাদ। এ বছর করোনাকালীন সংকট পেরিয়ে সাংগঠনিক কাজে হাত দেয় দলটি। মহানগর, জেলা, থানা ও ওয়ার্ডগুলোর সম্মেলন হচ্ছে।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা, বিদেশে নেওয়ার দাবিতে রাজপথে আন্দোলন-সমাবেশ, জিয়াউর রহমানের সমাধি সৌধ ইস্যু, করোনা ভ্যাকসিন নিয়ে বিভিন্ন নেতার নেতিবাচক বক্তব্য-এসবই ছিল বছরজুড়ে বিএনপির রাজনীতির উল্লেখযোগ্য ঘটনা।

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে সরকারের কাছে আবেদন করেন ছোট ভাই শামীম ঈস্কান্দার ও বোন সেলিনা ইসলাম। কিন্তু আইনের বিধান না থাকার কথা বলে ২৭ ডিসেম্বর খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদন নাকচ করে দেন আইনমন্ত্রী।

এমন নানা ঘটনা আর দুর্ঘটনার মধ্য দিয়েই বিদায় নিয়েছে ২০২১ সাল। নতুন স্বপ্ন আর সম্ভাবনায় নতুন ২০২২ সালকে বরণ করা হয়েছে। অব্যাহত থাকবে অর্থনীতির চাকা, সব ক্ষেত্রে বইবে সুবাতাস, মানবতার কল্যাণে জেগে উঠবে সমাজ আর দেশ- এমনটাই প্রত্যাশা সবার।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন