পেঁয়াজ সরবরাহ স্থিতিশীল রাখতে এবং আমদানি করা পেঁয়াজের মজুদ ও বিক্রির তথ্য জানতে শীর্ষ ৪৭ আমদানিকারককে তলব করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
আজ (২৫ নভেম্বর) সোমবার ১৩ জন আমদানিকারককে এবং বাকি ৩৪ জনকে কাল (মঙ্গলবার) হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সমুদ্র, স্থল ও আকাশপথে আমদানির পরেও পেঁয়াজের দাম নাগালে না আসায় কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১ হাজার টনের বেশি পেঁয়াজ আমদানিকারী প্রতিষ্ঠানকে তলব করা হয়েছে।
রবিবার দেওয়া চিঠিতে এসব আমদানিকারকের বিরুদ্ধে পেঁয়াজ মজুদ ও অর্থ পাচারের অভিয়োগ রয়েছে উল্লেখ করে এবং আমদানিকারকেরা কী দামে, কার কাছে কত মূল্যে বিক্রি করেছেন এবং কত মজুদ আছে সেসব তথ্য দেওয়ার পাশাপাশি শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যে কোনও গরমিল পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।
আনন্দবাজার/ইউএসএস