ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মমতার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে এক দিনের সফরে আজ কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কথা রয়েছে। কিন্তু এ বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা তা নিয়ে সংশয় ধেখা দিয়েছে।

জানা যায়, তিস্তা চুক্তি ছাড়াও পশ্চিমবঙ্গের সাথে সংশ্লিষ্ট ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক যে সকল বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, তা নিয়েই মমতার সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার তিনবার দেখা হবে। দুপুরে ইডেনে, সন্ধ্যায় তাজ বেঙ্গল হোটেলে, আবার ইডেনে— সাংস্কৃতিক অনুষ্ঠানে।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে তিস্তা চুক্তির বিষয়টি সম্ভবত প্রধানমন্ত্রী উত্থাপন করবেন না।

সূত্র জানায়, তিস্তা নিয়ে মোদী সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে ঢাকা। এ বিষয়ে সহমত তৈরির চেষ্টা করা হচ্ছে বলে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় আশ্বস্ত করে ভারত।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনও চুক্তি তিনি চান না।

মমতার সঙ্গে প্রধানমন্ত্রীর মধুর সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, সেই আন্তরিকতাকে আরও বাড়িয়ে তোলাই হাসিনার উদ্দেশ্য। তাই সৌজন্যের আবহ রেখেই দুই নেত্রী কথা বলবেন।

আনন্দবাজার/এফআই

সংবাদটি শেয়ার করুন