ঢাকা | রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিকেল থেকে মিরপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বিকেল থেকে মিরপুর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে রাজধানীর গণপরিবহন গুলোতে বাড়তি ভাড়া আদায় নিয়ে প্রতিদিনই চালকদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা চলছে। এবার ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে রাজধানীর মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দিয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল থেকে মিরপুর থেকে রাজধানীর বিভিন্ন রোডের বাস বন্ধ করে দেয় বাস চালকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১ নম্বরসহ পুরো মিরপুর এলাকায় অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে।

বাসচালকরা সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে রামপুরায় অছিম পরিবহনের কয়েকজন যাত্রী ও বাসের কর্মচারীদের সাথে মারপিট হয়। এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীর সাথেও একই ধরনের ঘটনা ঘটে। এছাড়া মিরপুর রোডের বেশ কিছু বাসের কর্মচারীদের সাথে অফিসগামী যাত্রীদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসব ঘটনার জেরে দুপুর থেকে বাস বন্ধ করে দেয় চালকরা।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর থেকে আবদুল্লাহপুরগামী বাসের সকল যাত্রীদের কালশী মোড়ে গাড়ি থেকে নামিয়ে দেয়া হচ্ছে এবং গাড়িগুলো সেখানে থামিয়ে দেয়া হচ্ছে। এতে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। পরে হেঁটে ও রিকশায় গন্তব্যের দিকে যেতে দেখা গেছে যাত্রীদের।

কয়েকজন যাত্রী জানান, সরকার ভাড়া নির্ধারণ করে দেয়ার পরও হেলপাররা তাদের মনগড়া ভাড়া আদায় করছে। আর তা নিয়ে অধিকাংশ যাত্রীর সাথেই তাদের কথা কাটাকাটি হয়।

এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ রেখেছেন। আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি। বাস চলাচল দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন