ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বেড়েছে ময়দার দাম

দেশের বাজারে ভোগ্যপণ্যের দাম অস্থিতিশীল হওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস। মসলাজাতীয় পণ্য থেকে শুরু করে চাল, ডাল ও সব ধরণের ভোগ্যপণ্যের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হওয়া শুরু করেছে। যার ফলশ্রুতিতে এক সপ্তাহের ব্যবধানে ময়দার দাম বস্তাপ্রতি ৩৫০ টাকা বেড়েছে। ভোগ্যপণ্যের এমন লাগামহীন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা।

গতকাল বরিশালে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার নগরীর ফড়িয়াপট্টির আড়তগুলোয় খোঁজ নিয়ে দেখা যায়, পাইকারিতে প্রতি বস্তা (৪০ কেজি) ময়দা বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়, এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে ১ হাজার ৬৫০ টাকায়। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৩৫০ টাকা।

এভাবে হুট করে দাম বাড়ার পেছনে সঠিক কোন কারণ দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। ফড়িয়াপট্টির একাধিক আড়তে একই ধরনের তথ্য পাওয়া গেছে। কিন্তু হঠাৎ দাম বাড়ার বিষয়ে কেউই কোনো সদুত্তর দিতে পারেনি।

এদিকে পাইকারিতে দাম বাড়ার ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। নগরীর চৌমাথা বাজার, বটতলা বাজার, কাশিপুর বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়েও ময়দার দাম বেড়েছে। নগরীর নবগ্রাম সড়কের মুদি দোকানি রাজ্জাক বলেন, এক সপ্তাহ থেকে ময়দার দাম বাড়তি। বর্তমানে প্রতি কেজি প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৪৮ টাকা দরে। তবে খুচরা ময়দা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন