আজ থেকে রাজধানীর গণপরিবহনে বন্ধ হচ্ছে ওয়েবিল ও সিটিং সার্ভিস। এছাড়া সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকির জন্য বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করছে।
তাদের সাথে সমন্বয় করে রাস্তায় অভিযান করছে পরিবহন মালিক ও শ্রমিক সমিতি। তবে এখনও রাজধানীর গণপরিবহনগুলোতে চলছে সিটিং সার্ভিস।
এদিকে ভাড়ার তালিকা ও জ্বালানি ব্যবহার সংক্রান্ত স্টিকার লাগানো হয়নি অনেক বাসেই। তাই এখনও কাটেনি অতিরিক্ত ভাড়ার ভোগান্তি। রাজধানীতে প্রতি কিলোমিটারের বাসভাড়া ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করে দিলেও আদায় করা হচ্ছে ৪ টাকারও বেশি। এ ছাড়া সিটিং সার্ভিস ও ওয়েবিলের সিস্টেমর ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
ডিজেলের দাম পুনর্নির্ধারণের কারণে গত ৭ই নভেম্বর ঢাকায় ডিজেলচালিত বড় বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা ও মিনিবাসে ২ টাকা ৫ পয়সা নির্ধারণ করে দেয় বিআরটিএ। বড় বাসে সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয় ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা। যেসব বাস সিএনজিতে চলে, সেগুলোর ভাড়া বাড়বে না।
আনন্দবাজার/শহক