ঢাকা | শনিবার
২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের দাম ভরিতে প্রায় আড়াই হাজার টাকা বাড়ছে

স্বর্ণের দাম ভরিতে প্রায় আড়াই হাজার টাকা বাড়ছে

দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৪ হাজার ৩০০ টাকা। সোনার এই নতুন দর আজ শনিবার (১৩ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি, দেশে চাহিদার বিপরীতে জোগান কম ও বুলিয়ন মার্কেটে মূল্যবৃদ্ধির কারণে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায় সংগঠনটি। সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

আজ থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের ১ ভরি সোনার অলংকার কিনতে ব্যয় হবে ৭৪ হাজার ৩০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৪০২ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৮০ টাকায়।

গতকাল শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি সোনা ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকায়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন