আগামী বছরের মধ্যে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। এ পরিকল্পনার সিংহভাগ জুড়ে আছে সৌরবিদ্যুৎ। এরই মধ্যে অফ গ্রিড এলাকায় সোলার হোম সিস্টেমের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযুায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সোলার হোম সিস্টেম ব্যবহার হয় বাংলাদেশে। সারা দেশে অফ গ্রিড এলাকায় স্থাপিত সোলার সিস্টেমের মোট সংখ্যা ৫০ লাখ ৫৯ হাজার ৬৯। আর সারা দেশে স্থাপিত এসব সোলার হোম সিস্টেমের মোট গ্রাহকসংখ্যা ৫৮ লাখ ৪ হাজার ২২৩ জন।
গত ১০ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে যোগ হয়েছে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ, যার সিংহভাগ হচ্ছে সোলার হোম সিস্টেমের। বর্তমানে সৌরভিত্তিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতা (গ্রিড ও অফ গ্রিড) প্রায় ৩৪০ মেগাওয়াট ও বায়ুভিত্তিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতা (গ্রিড ও অফ গ্রিড) প্রায় ৪ মেগাওয়াট।
গ্যাসের ওপর নির্ভরশীলতা কমিয়ে কয়লা, ডুয়েল ফুয়েল ও নিউক্লিয়ার এনার্জির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি থেকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছিল সরকার। এ লক্ষ্যে ২০১২ সালে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা অনুমোদন করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রয়োজনীয় জমির সংকট ও এর উচ্চমূল্যের কারণে বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল। তা সত্ত্বেও সরকার সৌরসহ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দিচ্ছে। শুধু সৌরবিদ্যুৎ নয়, সব ধরনের নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে ভর্তুকি দিচ্ছে সরকার।
আনন্দবাজার/ইউএসএস