পৃথিবীর বিভিন্ন দেশে পেঁয়াজের সংকট রয়েছে। তারপরেও মিশর, তুরস্ক, মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানীর ব্যবস্থা করা হয়েছে। কিছু দিনের মধ্যে পেঁয়াজের বাজার মূল্য স্বাভাবিক হয়ে আসবে। ইতোমধ্যে ৫০ হাজার টন পেঁয়াজ জাহাজে করে দেশে আসার পথে রয়েছে বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের ইলিশা ইউনিয়নে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টিন, চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, অনেকগুলো প্রতিষ্ঠান প্রচুর পরিমাণ পেঁয়াজ আনার প্রক্রিয়ায় আছে। এগুলো আনা হলে আমাদের চাহিদা পূরণ হবে, দামও কমে আসবে।
তোফায়েল আহমেদ বলেন, ব্যবসায়ীদের উপর চাঁপ সৃষ্টি করে বাজার নিয়ন্ত্রণ করা যায়না। ব্যবসায়ীদের আপন করে নিতে হয়। এই ঘটনা থেকে ভবিষ্যতে আমাদের শিক্ষা নিতে হবে।
আনন্দবাজার/ইউএসএস