ঢাকা | সোমবার
১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিনের কাঁচামাল রফতানিতে নিষেধাজ্ঞা, বিপাকে ভারত

ভারতে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাঁচামাল রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে এ নিয়ে কোনো মন্তব্য করেনি বাইডেন প্রশাসন। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ন্যাশনাল হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের ভ্যাকসিনের উৎপাদন বাড়ানোর জন্যে প্রয়োজনীয় কিছু কাঁচামালের রফতানির ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। গতকাল সোমবার ওই অনুরোধের ব্যাপারে জানতে চাইলে কোনো উত্তর দেয়নি হোয়াইট হাউস।

ভারতের সেরাম ইনস্টিটিউট জানায়, বাইডেন প্রশাসন করোনা ভ্যাকসিন তৈরিতে প্রয়োজনীয় কাঁচামালের রফতানি ঠেকিয়ে রেখেছে। ইতোমধ্যে তারা প্রেসিডেন্ট বাইডেনকে অনুরোধ করেছেন এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য।

গতকাল সোমবার সকালে হোয়াইট হাউসের করোনাভাইরাস রেসপন্স টিমের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমি জানতে চাই কোন কাঁচামালগুলোর কথা বলা হচ্ছে? আপনাদের কি কোনো পরিকল্পনা আছে, সেরামের বিষয়টি সমাধান করার?।

এ সময় যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক ব্যাধি ইনস্টিটিউটের পরিচালক ড. অ্যান্থনি ফাউচি ও হোয়াইট হাউসের করোনাভাইরাস রেসপন্স দলের জ্যেষ্ঠ উপদেষ্টা ড. অ্যান্ডি স্ল্যাসিট বলেন, তাদের কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই।

ড. অ্যান্থনি ফাউচি জানান, দুঃখিত, আমি জানি না। আমি নিশ্চিত যে আমরা পরে আপনার প্রশ্নের উত্তর দিতে পারব। তবে এ মুহূর্তে আপনাকে জানানোর মতো কোনো তথ্য নেই।

এ সময় ড. অ্যান্ডি স্ল্যাসিট জানান, আপনাকে পরে উত্তর জানাচ্ছি। নিশ্চিতভাবে জেনে রাখবেন যে আমরা মহামারীর বৈশ্বিক হুমকিগুলোকে গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা কোভ্যাক্সের তহবিল জোগান দেওয়ার ক্ষেত্রে শীর্ষস্থানীয় ভূমিকা পালন করেছি, আমরা অসংখ্য দ্বিপাক্ষিক ভ্যাকসিন স্থানান্তরে অংশ নিয়েছি এবং আমরা খুব ভালো করে ও গুরুত্ব সহকারে এসব জটিল বিষয়গুলো নিয়ে কাজ করছি। নির্দিষ্ট তথ্যসহ আমরা পরে আপনার প্রশ্নের উত্তর দেবো।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন