ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনে কারখানা খোলা রাখার দাবি

মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনে পোশাক কারখানা খোলা রাখার দাবি জানিয়েছেন দেশের পোশাক মালিকদের বিভিন্ন সংগঠন। আজ রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে টেক্সটাইল খাতের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সদ্যনির্বাচিত বিজিএমইএ নেতা ফারুক হাসান বলেন, আমাদের প্রতিযোগী দেশগুলোর কোন দেশেই ফ্যাক্টরি বন্ধ নেই। ভারতে আক্রান্ত বাড়ছে তবুও তাদের ফ্যাক্টরি চালু আছে এই সময়ে কারখানা বন্ধ থাকে তাহলে একদিকে আমরা রফতানি বাজার হারাবো। এছাড়া নতুন অর্ডার পাব না এর প্রভাবে আগামীতে আরও খারাপ অবস্থা সৃষ্টি হবে।

এ সময় সংবাদ সম্মেলনে বিকেএমইএ ও বিটিএমএ’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা স্বাস্থ্যবিধি মেনেই কারখানা খোলা রাখতে চান বলে জানান।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন