ঢাকা | রবিবার
১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ঢাকা

শুরু থেকেই দেশের করোনা সংক্রমণে শীর্ষে ঢাকা। যা অব্যাহত রয়েছে বর্তমানেও। পুরো ঢাকায় ভয়াবহ রূপ নিয়েছে করোনার সংক্রমণ। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫১টি থানার মধ্যে মাত্র দুটি থানায় সংক্রমণের হার কিছুটা কম। বাকি ৪৯টি থানায়ই সংক্রমণের হার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩১ জেলার মধ্যে এখন শীর্ষে ঢাকা। এসব জেলায় সংক্রমণ হার ৩১-৪০ শতাংশের কিছু বেশি। আর ঢাকা শহরের দুটি এলাকায়ই সংক্রমণ পৌঁছেছে ৪৪-৪৬ শতাংশে।

এছাড়া ঢাকাকে ঘিরে থাকা ৩০ জেলায়ও এখন সংক্রমণ দেশের অন্য জেলাগুলোর চেয়ে সবচেয়ে বেশি। সর্বোচ্চ সংক্রমিত যে ৩১ জেলা, এর মধ্যে ১১ জেলায় ঢাকার চারপাশে। অর্থাৎ ঢাকা বিভাগের।

করোনায় মৃত্যুতেও এখন পর্যন্ত শীর্ষে ঢাকা বিভাগ। সারা দেশে মোট মৃত্যুর ৫৮ শতাংশই ঢাকা বিভাগের। গত এক মাসে ঢাকায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭০ শতাংশে। এমনকি সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যুর যে রেকর্ড হয়েছে, এর মধ্যে ৫১ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট ৫ হাজার ৫৭৫ জন। এমন পরিস্থিতিকে ঢাকার জন্য খুবই বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ঢাকার অবস্থাটা তো ভালো না। সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। হাসপাতালগুলোর দিকে তাকালেই তো বোঝা যায় এখানকার কী অবস্থা। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। বেড নেই। সাড়ে ৪ হাজার বেডের মধ্যে এখন ফাঁকা আছে মাত্র ৩০০-৪০০। তখন রোগী কোথায় রাখবে? সুতরাং পরিস্থিতি খারাপ।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন