ঢাকা | শুক্রবার
৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালিতে ফের লকডাউন

করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ইতালিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে। এদিকে, করোনা মহামারিতে ইতালির অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি সরকার দেশটির নাগরিকদের জন্য প্রণোদনা দিলেও প্রবাসীদের অনেকেই তা পাননি।

২০২০ সালের মার্চ মাসে ইতালিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় জারি হয় লকডাউন। এই এক বছরে করোনায় লক্ষাধিক মৃত্যু হয়েছে দেশটিতে। দফায় দফায় বিধিনিষেধ জারি করা হয়।

এরপরও দেশটিতে প্রতিদিন শনাক্ত হচ্ছেন ২০ হাজারের বেশি মানুষ। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন ধরনও ছড়িয়ে পড়েছে দেশটিতে। এ পরিস্থিতিতে সোমবার আবারও জোনভিত্তিক লকডাউন জারি করেছে ইতালি সরকার। দেশটির প্রায় অর্ধেক অঞ্চলকেই রাখা হয়েছে রেডজোনে।

মহামারির কারণে ইতালিতে অর্থনৈতিক মন্দায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য নেই বললেই চলে। বেকারত্বের হারও বেড়ে যাওয়ায় সংকটে পড়েছেন প্রবাসীরা।

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় জনগণের জন্য ইতালি সরকার প্রণোদনা ঘোষণা করলেও অনেকেই তা পাননি। এছাড়া আবারও লকডাউন দেয়ায় শঙ্কিত তারা। তবে নতুন করে প্রণোদনার আশ্বাস দিয়েছে প্রশাসন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন