ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে পেঁয়াজের দাম

চলতি সপ্তাহে কেজিতে ১০টাকা বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। এছাড়া চাল, ডাল, চিনির বাড়তি দামের সাথে কয়েক সপ্তাহ ধরে বাড়ছে মুরগির দামও।

বিক্রেতারা জানান, শীত মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষ। গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরও কিছুদিন সময় লাগবে। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে।

তবে এখনও টমেটো, গাজর, কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। চলতি সপ্তাহে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে কাঁচা মরিচের দাম।

রাজধানীর মুগদা, মানিকনগর, মালিবাগ, সেগুনবাগিচাসহ বেশ কিছু বাজারে দেখা যায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। তবে কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

এ ব্যাপারে বিক্রেতারা জানান, যাদের আগের কেনা রয়েছে তারা এ দামে বিক্রি করতে পারছেন। নতুন করে পাইকারি বাজার থেকে যারা কিনে আনছেন, তারা বেশি দামে বিক্রি করছেন। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

টিসিবির হিসাবে এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ।

এদিকে বেড়েছে আমদানি করা পেঁয়াজের দামও। সপ্তাহের ব্যবধানে ২০-২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে আদা-রসুনের দাম। এছাড়া দেশি ও আমদানি করা আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকা কেজি। রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ১৩০ টাকা কেজি।

বড় দানার মুসর ডাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি। ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা কেজি। ছোলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। এবং চিনি ৭০ টাকা কেজি। কেজিতে এক টাকা বেড়েছে সরু চালের দাম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন