বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারের লেনদেন

সূচকের উত্থানে চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন।

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১১ মার্চ) লেনদেন শুরুর পর বেলা ১১ টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্টে বেড়েছে। এছাড়া ডিএসই শরিয়াহ্ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমেছে।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৮ কোটি ৪৯ টাকা। লেনদেনে অংশ নেয়া কম্পানিগুলোর মধ্যে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৮৭টির দাম কমেছে এবং ১০৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৭৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১০০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দুই কোম্পানি স্পট মার্কেটে যাবে কাল

সংবাদটি শেয়ার করুন