রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের ব্যাপক পতনে চলছে লেনদেন

সূচকের ব্যাপক পতনে চলছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) লেনদেন শুরুর পর সকাল ১১টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ২৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ৭৭ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ১৩৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হয়েছে ৫ কোটি ৩৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৭৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

আনন্দবাজার/ডব্লিউ এস 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আজ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে

সংবাদটি শেয়ার করুন