ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কা

বাংলাদেশ ব্যাংকসহ দেশের আরও কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে উচ্চমাত্রার সাইবার হামলার শঙ্কা প্রকাশ করেছে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)। এইসব প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইবার হামলার মুখে পড়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পুলিশ, করোনা-বিডি, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও বিকাশসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গত ১৫ ফেব্রুয়ারি দেশের শীর্ষস্থানীয় এসব প্রতিষ্ঠানগুলোতে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার পেছনে ‘ক্যাসাব্লাংকা’ নামের একটি হ্যাকার গ্রুপকে চিহ্নিত করা হয়েছে।

এই ঘটনাকে উচ্চ হুমকির হামলা হিসেবে চিহ্নিত করেছে সিআইআরটি। কিন্তু সংস্থাটি এখনই কোনো আর্থিক লাভের জন্য এই হামলা চালানোর ইঙ্গিত পায়নি। তবে এটি ভবিষ্যতে মারাত্মক হুমকির হতে পারে। যা গুরুত্বপূর্ণ তথ্য চুরি বা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন