মাঝে মধ্যেই অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সেই ধারাবাহিকতায় লাগামহীন সয়াবিন তেলের দাম। পণ্যের লাগামহীন মূল্যে সাধারণ ক্রেতা দিশেহারা হয়ে পড়ছেন।
সম্প্রতি সময়ে কয়েক ধাপে বেড়েছে তেলের দাম। এবার নতুন করে আবারও তেলের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতিটি ৫০০ মিলি ভোজ্যতেল বোতলের দাম ৭৫ টাকা, এক লিটারের বোতল ১৪০ টাকা, দুই লিটারের বোতল ২৭০ টাকা, ৫ লিটারের বোতল ৬৫৫ টাকা। থেমে নেই খোলা তেলের বাজারও। বোতলজাত তেলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে খোলা তেলও। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩০ টাকা।
মাসুদ নামের এক ক্রেতা বলেন, আজ এক লিটার সয়াবিন তেল নিয়েছি ১৪০ টাকা দিয়ে। কিছুদিন আগেও এই তেল নিয়েছি ১০০ থেকে ১০৫ টাকায়। বাজার করতে আসলেই দেখা যায় আগের বারের থেকে নতুন করে ১০-১২ টাকা বেড়ে গেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস