শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সব বয়সীরাই নিতে পারবে অক্সফোর্ডের টিকা!

সব বয়সীর জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে জার্মানি সন্দেহ প্রকাশ করলেও ইইউ এই অনুমোদন দিল।

ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সুপারিশের ভিত্তিতে শুক্রবার ইউরোপীয় কমিশন ইইউভুক্ত ২৭ দেশে ভ্যাকসিনটি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷

ইএমএ জানিয়েছে, ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড ১৯-এর বিরুদ্ধে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকাটি নিরাপদ ও কার্যকর ছিল৷

সম্প্রতি জার্মানির দুটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮ শতাংশ৷

তবে অ্যাস্ট্রাজেনেকা সেই দাবি প্রত্যাখ্যান করেছে৷ ভ্যাকসিন উদ্ভাবক সংস্থাটি জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রেও তাদের টিকা সমান কার্যকর৷

জার্মানির সিদ্ধান্তের পর বেশি বয়স্কদের ক্ষেত্রে অক্সফোর্ডের টিকাটি সত্যিই কার্যকর কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়নও৷ তবে ইএমএ বলছে, ভ্যাকসিনটি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে৷ ৫৫ বছরের বেশি বয়স্কদের জন্যও এটি নিরাপদ ও কোভিডের কিছু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম৷

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  কাতারে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি সবজি

সংবাদটি শেয়ার করুন