ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজাধানীর কাঁচাবাজারগুলোতে অসহনীয়ভাবে বেড়েছে সবজির দাম। ফলে একদিনের ব্যবধানে বেড়েছে কাঁচামরিচ, লাউ, জালি কুমড়া, শশা, করলা, ফুলকপি, বরবটিসহ প্রায় সবধরনের সবজির দাম।
বৃষ্টির কারণে সবজি কম আসায় দাম কিছুটা বাড়তি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরও বাড়বে বলে জানান বিক্রেতারা।
রবিবার (১০ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক পোয়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে। বিক্রেতারা জানান, শনিবার এক পোয়া মরিচ বিক্রি হয়েছে ১৫ টাকা দরে। অর্থাৎ একদিনের ব্যবধানে ৬০ টাকার কাঁচামরিচ ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে প্রতি কেজি শশা ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ দু’দিন আগেও শশা ৫০-৫৫ টাকায় বিক্রি হয়েছে। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতিপিস ৪৫-৫০ টাকায়। অথচ দু’দিন আগেও একই কপি বিক্রি হয়েছে ১৫ টাকায়। লাউ ও জালি কুমড়া বিক্রি হচ্ছে প্রতিপিস ৪০-৫০ টাকায়।
এছাড়া সিম ৭০-৮০ টাকা, উস্তা ৮০ টাকা, ঝিঙা ৫০-৫৫ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৫৫-৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, পটল ৫০-৫৫ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ৮০ টাকা এবং ঢেঁড়স ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজির দাম বাড়লেও চাল, ডাল, মাছ, মাংস এবং ডিমের দাম স্থিতিশীল রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। মাংসের মধ্যে গরুর মাংস ৫০০-৫৫০ টাকা, খাসির মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা কেজি দরে।
আনন্দবাজার/ইউএসএস