ঢাকা | শনিবার
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন কংগ্রেস ভবনে হামলায় চারজন নিহত

আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল এ ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের গুলিতে এক নারী আর বাকি তিনজন মারাত্মক আহত হওয়ার পর মারা যান।

নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন দেশটির আইন-প্রণেতারা।এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে। একপর্যায়ে সমাবেশ অগ্নিগর্ভে রূপ নেয়।

ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে, ক্যাপিটল ভবনে হওয়া সহিংসতায় চারজন মারা গেছে। এর আগে পুলিশের গুলিতে এক নারী মারা যান, পরে ‘মেডিক্যাল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আরও তিনজন মারা যান।

এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে, এর মধ্যে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভাঙার জন্য।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন