সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন। এদিন মাত্র এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়িয়েছে সাড়ে ৯০০ কোটি টাকা।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ১০৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৩০৯ পয়েন্টে এবং ডিএসই-৩৫ সূচক ১১ পয়েন্ট বেড়ে ২১২৭ পয়েন্টে রয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৯৫৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ১৬০টির দাম বেড়েছে, ১৩৩টির কমেছে এবং ৫৭টি কম্পানির শেয়ার দর অপরির্বতিত রয়েছে।
এদিকে বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের মধ্যে ৭০টি কম্পানির দাম বেড়েছে, ৩৯টি কম্পানির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কম্পানির শেয়ারের দর।
আনন্দবাজার/ডব্লিউ এস