রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তিনদিন বন্ধ থাকবে ব্যাংক লেনদেন

সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে টানা তিনদিন বন্ধ থাকবে দেশের ব্যাংক লেনদেন। এ সময়ে কোনো লেনদেন হবে না আর্থিক প্রতিষ্ঠানগুলোতে।

চলতি বছরের শেষ দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং নতুন বছরের প্রথম দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকবে। গতকাল বুধবার ছিল চলতি বছরে দেশের ব্যাংকিং ব্যবস্থায় লেনদেনের শেষ কার্যদিবস।

তবে ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় চূড়ান্ত হিসাবের জন্য ব্যাংকগুলো খোলা থাকবে। কিন্তু কোনো ধরনের লেনদেন হবে না।

অবশ্য এই তিনদিন অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন গ্রাহক। লেনদেনের সুযোগ থাকবে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, প্রতি বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকায় বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে। ব্যাংকে ছুটির তালিকায় ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মোদি বিরোধী আন্দোলনে হাটহাজারীতে সংঘর্ষে নিহত ৪

সংবাদটি শেয়ার করুন