সূচকের ঊর্ধ্বমুখীতায় চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর আজকের লেনদেন।
বছরের শেষ কার্যদিবস আজ বুধবার (৩০ ডিসেম্বর) লেনদেন শুরুর পর সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স গত দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১২৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১৯৪৯ পয়েন্টে অবস্থান করে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, ৮৪টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টি কম্পানির শেয়ারের দর।
এদিকে লেনদেন শুরুর পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করে।
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে ৮১টি কম্পানির দাম বেড়েছে, ৩৭টি কম্পানির দর কমেছে এবং ২৩টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস