ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের বাড়লো ভোজ্যতেলের দাম

ফের ভোগ্যপণ্যের বাজারে আরো এক দফা বাড়লো নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্যতেলের দাম। এমনিতেই নভেম্বর পর্যন্ত ভোজ্যতেল আগের সব রেকর্ড ছাড়িয়ে বিক্রি হচ্ছিল। এরমধ্যে গত তিন সপ্তাহে আবারো এক দফা দাম বেড়ে আগের রেকর্ড ভেঙেছে পণ্যটির দামে। চলতি মাসের গেল তিন সপ্তাহে পাইকারিতে ভোজ্যতেলের দাম বেড়েছে মণে (৩৭ দশমিক ৩২ কেজি) কমপক্ষে ৩০০ টাকা।

আমদানি স্বাভাবিক থাকলেও আর্ন্তজাতিক বাজারে ভোজ্যতেলের কিছুটা দাম বৃদ্ধির প্রভাবে এদেশের আমদানিকারক ও ব্যবসায়ীরা পণ্যটির অতিরিক্ত দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জের ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন,

বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতিমণ সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা দামে। গত মাসের (নভেম্বর) শেষ সময় পর্যন্ত খাতুনগঞ্জে প্রতিমণ সয়াবিন তেল বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩ হাজার ৭০০ টাকায়। বাজার দর অনুযায়ী, গেল তিন সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রতিমণ সয়াবিন তেলের দাম ৩০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন